বর্ষপূর্তি সভায় প্রাধান্য পেল ‘গঠনতন্ত্র’
বাফুফে গঠনতন্ত্র হালনাগাদ করতে কমিটি গঠন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১০-২০২৫ ১১:৩২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৫ ১১:৩২:৫৩ অপরাহ্ন
সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এ সময় তিনি বলেন, ‘আজ তাবিথ এম আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর পূর্ণ করল। সভাপতি নির্বাহী কমিটির সবাইকে এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের
বর্ষপূর্তি সভায় প্রাধান্য পেল ‘গঠনতন্ত্র’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্ষপূর্তির সভায় মূলত আলোচনা হলো গঠনতন্ত্র হালনাগাদ করার ইস্যুতে।
সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এ সময় তিনি বলেন, ‘আজ তাবিথ এম আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর পূর্ণ করল। সভাপতি নির্বাহী কমিটির সবাইকে এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে। হামজা-সামিতের মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছেন। এমন অনেক ইতিবাচক বিষয় ছিল। ব্যর্থতা থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বাফুফে গঠনতন্ত্র হালনাগাদ করতে কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি কাজ করছে। খসড়াও তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘সভায় গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশ্ব ফুটবল সংস্থ-এশিয়ান ফুটবল সংস্থার গাইডলাইন অনুসারে গঠনতন্ত্র সংশোধন করা হচ্ছে। নির্বাহী কমিটির অনেকে মতামত রেখেছেন। গঠনতন্ত্র নিয়ে ৫০-৬০ শতাংশ কাজ হয়েছে মাত্র। আরও সভা ও সময় লাগবে।’ গত বছরের ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের তিন দিন পর টানা দ্বিতীয় সাফ জিতেছে নারী দল। বাফুফে চ্যাম্পিয়ন দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। সভায় এ প্রসঙ্গে অবশ্য কোনো আলোচনাই হয়নি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স