পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখার কানুনগো আফজাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত বহিভূত সম্পদ সম্পত্তি
কানুনগো আফজালের অবৈধ সম্পত্তির পাহাড়।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১১-২০২৫ ০২:০৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৫ ০২:১০:১৫ অপরাহ্ন
আফজাল হোসেনের
ক্রাইম রিপোর্টারঃপটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখার কানুনগো আফজাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত বহিভূত সম্পদ সম্পত্তি অর্জনের অভিযোগ সহ বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ডিসি অফিস এবং উপজেলা ভূমি অফিসে ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার এবং কানুনগো পদে কর্মরত থাকাকালীন সময়ে দুর্নীতি এবং ঘুস বানিজের অভিযোগ পাওয়া গিয়েছে । প্রাথমিক অনুসন্ধান শেষে করে কিছু দৃশ্যমান সম্পদ সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে যেমন-বরিশালে একটি বাড়ি,বেশ কয়েকটি প্লট, পটুয়াখালীতে প্লটসহো নিজগ্রামে বিপুল সম্পদ গড়েছেন। এছাড়াও আপনার স্ত্রী সন্তানদের নামে বেনামে সম্পত্তি ক্রয় ও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের সন্ধান থাকতে পারে বলে অভিযোগ রয়েছে।লক্ষ্মীপুর,শেরপুর সর্বশেষ বাকেরগঞ্জে চাকুরীকালীন সময়ে বিপুল পরিমান কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে তাছাড়াও বর্তমানে পটুয়াখালী ডিসি অফিসে ভূমি অধিগ্রহণ শাখায় কানুনগো পদে কর্মরত আছেন এবং এখানেও সদ্য সাবেক ডিসি থাকাকালীন সময়ে ব্যাপক কমিশন বাণিজ্য করেছেন এ যথেষ্ট প্রমাণ রয়েছে।তার বিরুদ্ধে দুর্নীতি এবং কমিশন বাণিজ্য যে সকল অভিযোগ রয়েছে যেমন -আলগী মৌজা, রামপুর মৌজা, ইপিজেড,নৌ বাহিনী মৌজাতে যাদের সাথে মিলে কমিশন বাণিজ্য করেছেন তাদের নাম যথাক্রমে- মাসুম, সুলতান মেম্বার, রিপন, কালাম সিকদার, ভাষানী,মাসুম মেম্বার, সিদ্দিক,লিটন মেম্বার, সীমা (সাবেক আওয়ামী উপজেলা ভাইস চেয়ারম্যান)আনোয়ার জহির তালুকদার এছাড়াও তৎকালীন আওয়ামী নেতারা।দ্বিতীয় পর্ব আসছে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স