ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ​জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দের আদেশ,

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:৪৫:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:৪৫:০৪ পূর্বাহ্ন
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ​জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ জব্দের আদেশ, জেমকন গ্রুপের কাজী আনিসের সম্পদ
জেমকন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।


দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে সহকারী পরিচালক আল-আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ব্যাংক ও বিনিয়োগ অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বিভিন্ন জেলায় ৪৯ দশমিক ৪৩ একর জমি ও রাজধানীর গুলশানের ১টি প্লট। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৭ কোটি ২০ লাখ ৭২ হাজার ৮৪৬ টাকা। আর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত ৮৪ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৮২৫ টাকা। এ ছাড়া ২০টি ব্যাংক হিসেবে রয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ