ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

​আট জেলা প্রশাসককে যুগ্মসচিব

​আট জেলা প্রশাসককে যুগ্মসচিব পদে পদায়ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৪৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৪৭:২২ অপরাহ্ন
​আট জেলা প্রশাসককে যুগ্মসচিব পদে পদায়ন প্রশাসককে যুগ্মসচিব পদে
১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের পর, ডিসি হিসেবে দায়িত্ব পালন করা আট কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদায়ন করেছে সরকার। শনিবার (০৮ নভেম্বর) এ সংক্রান্ত দু’টি পৃথক প্রজ্ঞাপন জারী করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমান পদায়ন পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদ স্বাস্থ্যসেবা বিভাগে, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, বগুড়ার ডিসি হোসনা আফরোজা বিদ্যুৎ বিভাগে এবং ঢাকার ডিসি তানভীর আহমেদ মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-কে প্রধানউপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক আদেশে, গাজীপুরের ডিসি নাফিসা আরেফীন-কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ