ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৪:১৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৪:১৫:০৮ অপরাহ্ন
যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে দশটার দিকে যশোর-খুলনা রোডের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড়, রেলগেট সংলগ্ন যমুনা ফিড এলাকার উত্তর পাশ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অভিযান চলাকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ এবং একটি টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজ্জাকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ