ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

​মাদারীপুরে ছেলের কোদালের কোপে বাবা খুন

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৪:৩৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৪:৩৫:০৮ অপরাহ্ন
​মাদারীপুরে ছেলের কোদালের কোপে বাবা খুন পারিবারিক কলহের জেরে
পারিবারিক কলহের জেরে মাদারীপুরের শিবচরে ছেলের কোদালের কোপে বাবা খুন হয়েছেন। ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে তিনি পরিবারসহ শিবচরে আসেন।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রাত ১টার দিকে মতি মিয়াকে কোদাল দিয়ে কুপিয়ে ও আঘাত করে হত্যা করে তার ছেলে ফারুক মিয়া (২৭)। স্থানীয়রা জানান, বিকেল থেকেই বাবা-ছেলের মধ্যে ঝগড়া চলছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ফারুক ঘুমন্ত বাবার ওপর উপর্যুপরি কোপ দেন। ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে ভোরে শিবচর থানার ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ফারুককে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কোদালও জব্দ করা হয়েছে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ