ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৪:৫৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৪:৫৭:২৩ অপরাহ্ন
৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৫ নভেম্বর) কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টায় কোস্টগার্ড মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত বোটে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে নষ্ট করা হয় এবং বোট ক্রুদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ