স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৫ ১২:৩৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৫ ১২:৩৪:২৮ অপরাহ্ন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১০ নভেম্বর) দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
বৈঠকটি সোমবার রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজকের বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা এখনো জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, এটি ‘জরুরি’ কোনো বিষয় নিয়ে আহ্বান করা হয়েছে।
তাদের ধারণা, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসন, রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা, এবং দলের অভ্যন্তরীণ নীতিনির্ধারণসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স