ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার!

এক কোটি টাকা ঘুষে দায়িত্ব হস্তান্তরের পূর্বে অবৈধ পদোন্নতির প্রস্তাব পাঠালেন গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৫৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৫৫:৩৯ অপরাহ্ন
এক কোটি টাকা ঘুষে দায়িত্ব হস্তান্তরের পূর্বে অবৈধ পদোন্নতির প্রস্তাব পাঠালেন গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার! সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার |
গণপূর্ত ইএম অংশের তিনজন প্রকৌশলীকে অবৈধভাবে বিধিবহির্ভুত পদোন্নতির প্রস্তাব পাঠিয়েছেন সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার |
জানা যায় , গণপূর্ত ইএম উইংয়ে বিগত স্বৈরাচার সরকারের আমলে শেখ হেলাল এবং শেখ সেলিমের হস্তক্ষেপে এবং স্বয়ং শেখ হাসিনার মৌখিক আদেশে কোন প্রিলি কিংবা লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ভাইভা পরীক্ষার মাধ্যমে উচ্চতর পদে নিয়োগ পান ছাত্রলীগের ১১ প্রকৌশলী। তাও আবার উচ্চতর ষষ্ঠ গ্রেডে |
এ নিয়োগের বিরুদ্ধে বিসিএস প্রকৌশলীগণ উচ্চতর আদালতে রীট পিটিশন মামলা করলে তাদেরকে প্রশাসনিকভাবে হয়রানি করা হয় |
এমনকি বিচারপতিদেরকে ফোন করে উচ্চতর পদে নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করেন শেখ সেলিম | এক্ষেত্রে শেখ হাসিনার রেফারেন্স দেন তিনি |
অবশেষে দীর্ঘ শুনানি শেষে বিসিএসে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পদ সংরক্ষণ করে উচ্চতর পদে নিয়োগের রায় দেন আদালত |
আদালতের সে রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চতরপদে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের ১১ জনকে দেয়া হয় জেষ্ঠ্যতা | ফলে বিসিএস কর্মকর্তাদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ মহীরুহ রূপ ধারণ করে |
স্বৈরাচার সরকারের পতনের পর বিসিএস কর্মকর্তাগণ পুনরায় আদালতের দ্বারস্থ হন | উচ্চতর আদালতের শুনানি নানা অজুহাতে পিছিয়ে নিয়ে সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতারকে ঘুষ দিয়ে গত ২৬ অক্টোবর ,২৫ তারিখে ব্যাকডেটে সাইন দিয়ে পদোন্নতির প্রস্তাব তারা হাতে হাতে নিয়ে যায় ২৮ অক্টোবর ,২৫ তারিখে |
গত ২৮ অক্টোবর ,২৫ তারিখ দায়িত্ব হস্তান্তরের ১ ঘন্টা পূর্বে তিনি এই ফাইল ব্যাকডেটে সাইন করেন |
চাকরিবিধির জেষ্ঠ্যতা বিধিমালার বিধি ৮ এর উপবিধি ২ অনুযায়ী কোন কর্মকর্তা সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ না হলে এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ না হলে কিংবা অকৃতকার্য হলে তিনি সর্বোচ্চ ৪৩০০০-৬৯৫০০/- টাকার বেতন স্কেল তথা পঞ্চম গ্রেডে উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু এরপরে তিনি কোন উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না |
রীতিমত সরকারি এই চাকরিবিধি ভঙ্গ করে এবং আদালতে বিচারাধীন বিষয়ে আদালতের মতামতকে থোড়াই কেয়ার করে ঘুষ গ্রহণের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের পূর্বে পদোন্নতির প্রস্তাব পাঠিয়েছেন শামীম আখতার |
আর তিনি এ প্রস্তাব পাঠাতে প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের কাছ থেকে এক কোটি টাকা ঘুস নিয়েছেন মর্মে গুন্জন চলছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ