ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৩:২২:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৩:২২:১৮ অপরাহ্ন
ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একজন কিশোর এবং দুপুর ১টার দিকে একজন যুবককে আটক করা হয়।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অপর যুবকের বয়স ২২ বছর।
ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই ছিল। তার হাতে একটি ব্যাগও ছিল। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও ছাত্রদলের, আবার কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।
তিনি বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ