ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি’র মৃত্যু
আপলোড সময় :
১৫-১১-২০২৫ ১২:৫০:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৫ ১২:৫০:২২ অপরাহ্ন
ঢাকা কেন্দ্রীয়
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে শফিকুর রহমান (৮৪) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিলে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে বিকাল সাড়ে তিনটায় মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. মনিরুল ইসলাম বলেন, দুপুরে শফিকুর রহমান কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও বলেন, শফিকুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। কয়েদি নম্বর ৪৫৫৬/এ। তিনি ফেনী জেলার পরশুরাম থানার গুতুমা গ্রামের সিরাজুল হকের সন্তান। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স