দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৫ ০১:৩৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৫ ০১:৩৬:৪৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৫৯,৮৮,৯০০/- (উনষাট লক্ষ আটাশি হাজার নয়শত) টাকার অবৈধ ভারতীয় মালামালসহ ০১ জন আসামী গ্রেফতারঃ
১৪/১১/২০২৫ খ্রিঃ রাত ০৩.৪৫ ঘটিকায় এসআই (নিঃ) সাইফুল আবেদীন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালাবাজারস্থ সাতমাইল গ্রামে রানা মিয়ার বাড়ী হতে নোমান মিয়া (৩২), পিতা: মিজানুর রহমান, মাতা: খোরশেদা বেগম, ঠিকানা: জিনোদপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়ীয়া, বর্তমানে: সাতমাইল, লালাবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট‘কে আটক করেন। অতঃপর আসামী নোমান মিয়া (৩২) এর হেফাজতে থাকা তার ভাড়াটিয়া বসত ঘরের সামনের দুইটি কক্ষ হতে ভারতীয় শাড়ী: ৮টি প্লাস্টিকের বস্তায় মোট ২৪০টি শাড়ী, আনুমানিক মূল্য: ৭,২০,০০০/- টাকা, POND'S Skin Institute Bright Beauty Facewash, 100G: ২২০টি খাকি কার্টুনে ৫,২৮০ পিস, আনুমানিক মূল্য: ১৮,৪৮,০০০/- টাকা, Betnovate-N Cream, 25G: ৪২টি কার্টুনে ২৫,২০০ পিস, আনুমানিক মূল্য: ২৫,২০,০০০/- টাকা, Clop-G Cream, 30G: ৬৬টি কার্টুনে ১২,০১২ পিস, আনুমানিক মূল্য: ৯,০০,৯০০/- টাকা, মালামালের মোট আনুমানিক মূল্য: ৫৯,৮৮,৯০০/- (উনষাট লক্ষ আটাশি হাজার নয়শত) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং: ০৮, তারিখ: ১৪/১১/২০২৫ খ্রিঃ, ধারা: The Special Powers Act, 1974, 25B(1)(b)/25D রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স