ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচনের আগে পরে ৯ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৬:৩৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৬:৩৮:৫৫ অপরাহ্ন
​নির্বাচনের আগে পরে ৯ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে-স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পাঁচ দিন আগ
নির্বাচনের আগে পরে ৯ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে-স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং বড় ধরনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ ১৫ নভেম্বর রোজ শনিবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের এ কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন ও নির্বাচনের দিনসহ পরবর্তী আরও তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে । ইলেকশনের আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে। আমাদের বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে ৩০ হাজার। ওই সময় ১ লাখের মতো সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজারের মতো বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার মাঠে থাকবে।

 স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই। আগামী নির্বাচন খুব শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করার উদ্দেশে রওয়ানা দেন। এরপরে তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রাত্রিযাপন শেষে আগামীকাল সকালে বরিশাল গিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ