নগরীতে ৩ বাসে আগুন, বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৫ ০৩:৩৬:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৫ ০৩:৩৬:০২ অপরাহ্ন
রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে
রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে একই রাতে তিনটি বাসে আগুন এবং ঢাকার বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এ সহিংসতার ধারাবাহিকতা চললেও কোথাও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে রাখা একটি বাসে অজ্ঞাতরা আগুন ধরিয়ে দেয়। রাত ১১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ভোর পৌনে ৪টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। তবে কারা এসব অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তার আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।
একই রাতে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কার্যালয়ের সামনে রাত ৮টা ২০ মিনিটে হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ।
হাতিরঝিল ও শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আগারগাঁওয়ের দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স