আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ভিড়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১১-২০২৫ ০১:৩৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৫ ০১:৩৬:৩৬ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০২৪ সালে জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে শাস্তি নিয়ে রায় ঘোষণা করা হবে আজ।
ঐতিহাসিক এ মামলার সংবাদ সংগ্রহের জন্য ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
রয়টার্স, এপি, এএফপি, আল জাজিরা, বিবিসি ওয়াল্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ভিড় করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম সভাপতি মাসউদুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। এ কারণেই বিশ্বের সব গণমাধ্যমের চোখ আজ ট্রাইব্যুনালের দিকে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সব গণমাধ্যম প্রতিনিধিরা ট্রাইব্যুনালে সংবাদ সংগ্রহ করতে এসেছেন। রয়টার্স সরাসরি এই বিচারকাজ সম্প্রচার করা হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালে অন্য ২ সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সকাল থেকে ট্রাইব্যুনাল ও এর আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
উল্লেখ্য, এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন নিজ দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স